ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা খুলনা মহাসড়কের শাকদাহ ব্রীজে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আসাদুর রহমান টুকুর স্ত্রী শামছুন্নাহার চুমকি (৩৮) এর মৃত্যু হয়েছে । এ দূর্ঘটনায় স্বামী মারাত্বক আহত হয়েছেন। নিহতের বাড়ি জেলার আশাশুনি গার্লস স্কুলের পাশে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে শাকদাহ ব্রিজের কার্নিশ ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাওয়া মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যু-বরণ করেছেন। তারা আরো জানান, মহা সড়ক বড় হলেও সে অনুপাতে ব্রিজ বড় না হওয়াই এমন মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। লাল সংকেত সহ ব্রিজ বড় করার দাবী নিয়মিত চলাচলকারীদের।