নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে আশাশুনি সদর ও আশাশুনি টু সাতক্ষীরা সড়কে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত চলাকালে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৮ জনকে ১হাজার টাকা জরিমানা করা হয়।