নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসের এর ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে বুধবার (০৪ নভেম্বর) আসর বাদ থানা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম হাফেজ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, থানা সদর জামে মসজিদের সাধারণ সম্পাদক শিক্ষক আসিফ ইকবাল, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, যুবলীগ নেতা এমএম সাহেব আলী সহ মুসল্লিবৃন্দ।