অক্টোবর ৩, ২০২০
দেবহাটায় জনবসতি এলাকায় পোল্ট্রি খামারের দুর্গন্ধ সৃষ্টি: প্রতিবাদ করায় দু’জনকে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : দেবহাটার সখিপুরে জনবসতি এলাকায় পোল্ট্রির ঘর নির্মাণ করে দুর্গন্ধ সৃষ্টির বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে প্রভাবশালীদের হাতে আপন ভাই-বোন জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের বোন সাবিরা ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ সখিপুর গ্রামের ওমর আলীর ছেলে শাহিন আলম এলাকার জন বসতিপূর্ণ এলাকায় একটি পোল্ট্রি ঘর নির্মাণ করে। যেখান অব্যবস্থাপনায় প্রতি নিয়ত দুর্গন্ধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় শাহিন আলমকে জানালে তারা কোন কর্ণপাত করে না। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পোল্ট্রির খামার থেকে দুর্গন্ধ সৃষ্টির বিষয়ে নিষেধ করলে শাহিন আলমের শ্যালক কালিগঞ্জ এলাকার সুরাত আলীর ছেলে রবিউল ইসলাম, শাহিন আলমের স্ত্রী তহমিনা বেগম ও মা ঝর্না বেগম ক্ষিপ্ত হয়ে দক্ষিণ সখিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আল-সাদ্কে এলোপাথাড়ি হামলা করে। এক পর্যায়ে শাহিন আলমের শ্যালক রবিউল ইসলাম বাঁশের লাঠি দিয়ে আল-সাদ্রে মাথা ফাটিয়ে দেয়। এ সময় আল-সাদের বোন সাবিরা ইসলাম ঠেকাতে গেলে তাকেও শ্লীলতাহানি ও মারপিট করে জখম করে। এ ঘটনায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আল-সাদের বোন সাবিরা ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী জানান, মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 8,954,289 total views, 10,039 views today |
|
|
|