অক্টোবর ১১, ২০২০
দৃষ্টিপাতের আলোঝলমলে জন্মদিনে কেক কাটলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি
স্টাফ রিপোর্টার : আলো ঝলমলে অবয়বে পাঠক প্রিয় দৈনিক দৃষ্টিপাতের জন্মদিনের কেক কাটলেন বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। গতকাল সন্ধ্যায় দৃষ্টিপাত ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেক কাটার প্রায়ম্ভে বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মীর মোস্তাক আহমদ রবি বলেন গণমানুষের কণ্ঠস্বর মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা, সা¤প্রদায়িক স¤প্রীতির আলোক বর্ণিতা দৃষ্টিপাত এর বিচরণ পাঠকদের কে আশ্বস্থ করে চলেছে। পাঠকরা দৃষ্টিপাতের জন্য নিবেদিত। সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক এর বিরুদ্ধে দৃষ্টিপাতের অবস্থান পত্রিকাটিকে এবং সম্পাদক ও সাংবাদকর্মিদের কে বিশেষ মর্যাদা পৌছে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রেলগাড়ীতে, সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড দৃষ্টিপাত প্রতিনিয়ত প্রকাশ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশিদারে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন পাঠক প্রিয় দৃষ্টিপাত পাঠকের আস্থা এবং বিশ্বাসের স্পর্শে থাকবে জন্মদিনে এই প্রত্যাশা, কেককাটা আনন্দ ঘন অনুষ্ঠানে দৃষ্টিপাত সম্পাদক জি,এম নুর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল¬্যা, পিপি এ্যাড. আঃ লতিফ, দৃষ্টিপাত মফস্বল সম্পাদক ও প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বার্তা সম্পাদক আদম শফিউল¬াহ, সহ সম্পাদক ওমর ফারুক, আজকের সাতক্ষীরার মাসুদুজ্জামান সুমন, দৃষ্টিপাতের স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ডাঃ শাহজাহান আলম, ম্যানেজার বুলবুল আহমদ, হিসাব রক্ষক মাষ্টার আনছার আলী, এসএম কালাম প্রমুখ। কেক কাটার পূর্বে সন্ধ্যা সাতটায় দৃষ্টিপাত ভবনে মীর মোস্তাক আহমেদ রবি এম,পি উপস্থিত হলে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম সহ পরিবারের সদস্যরা স্বাগত জানান। দৃষ্টিপাতের দুই দশকে পা রাখার দিনটিতে দৃষ্টিপাত ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দৃষ্টিপাত সম্পাদককে শুভেচ্ছা জানাতে আসেন। 8,956,890 total views, 12,640 views today |
|
|
|