অক্টোবর ৫, ২০২০
কুলিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : “পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই ¯েøাগানকে সামনে রেখে দেবহাটার কুলিয়া কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, ‘পুলিশ ও জনতার মধ্যে এক সময় দূরত্ব ছিল। কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করার কারণে সেই দূরত্ব দূর করা সম্ভব হয়েছে। আজ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। যত বড় মাপের হোক না কেন কেউ আইন-শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। পুলিশ জনগণের বন্ধু, জনগণেরও উচিত পুলিশকে সহযোগিতা করা। চুরি ডাকাতি, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এলাকাবাসী ও সচেতন মহলকেও পুলিশকে সহযোগিতা করতে হবে’। এসময় এসএই হুমায়ন, এএস আই সুজিত, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাওন, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো: আশরাফুর আলম বাদল, মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শ্যামলী রাণী, ইউপি সদস্য রওনক-উল ইসলাম রিপন, ভরত চন্দ্র, প্রেম কুমার, সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, নাজমুল হুদা, কুলিয়া বাজার কমিটির সভাপতি মজনুর রহমান, কুলিয়ার সকল ওয়ার্ডের পুলিশিং ফোরামের সভাপতি/সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে ১ হাজার গাছ বিতরণ করা হয় এবং পুলিশকে সহযোগিতা করার জন্য ১নং ওয়ার্ড বহেরা গ্রামের কমিউনিটি ফোরামের সদস্য মহররমকে ১ হাজার টাকা পুরস্কার তুলে দেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সভাপতি শহীদ শাহাজী। 8,954,074 total views, 9,824 views today |
|
|
|