অক্টোবর ২৫, ২০২০
কলারোয়ার চন্দনপুরে নবাগত ওসির মতবিনিময়
কলারোয়া প্রতিনিধি : আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের মেম্বার, স্থানীয় সাংবাদিক, কমিউনিটি পুলিশি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে তিনি মাদক, ইভটিজিং, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, চুরি ডাকাতি বন্ধে করণীয় এবং পুলিশের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহŸানে এ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিয়ে সন্ত্রাস নাশকতা, জঙ্গিবাদ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক সভা ও ধারাবাহিক মানববন্ধন অব্যাহত রাখার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য’। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, অধ্যক্ষ রুস্তম আলি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন, চন্দনপুর বিট পুলিশের দায়িত্বরত এস আই ইস্ররাফিল, এ এস আই রফিকুল, এ এস আই রাকিবুল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, রিপোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন সচিব আমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। 8,620,167 total views, 11,824 views today |
|
|
|