অক্টোবর ৩১, ২০২০
আ.লীগ নেতার নাম ভাঙিয়ে দেবহাটার সাপমারা খালপাড়ে অবৈধ স্থাপনার অভিযোগ
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সরকারি ১৯ কোটি টাকা ব্যয়ে নব্য খনন করা পারুলিয়া সাপমারা খালের দু’ধারে জেলা আওয়ামী লীগ নেতার নাম ভাঙিয়ে চলছে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক। তবে এ বিষয়ে কিছুই জানেন না জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা। সম্প্রতি খালের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের চিরুনি অভিযান চালিয়ে খালটির পুন:খনন কার্যক্রম শেষ হয়েছে। তবে কয়েক মাস যেতে না যেতে আবারও সুকৌশলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ও বর্ষীয়ান রাজনীতিবিদ মুনসুর আহমেদের নাম ভাঙিয়ে প্রকাশ্যে উচ্ছেদকৃত জায়গায় একাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলছেন স্থানীয় সুবিধাভোগীরা। স্থানীয়রা জানায়, মাত্র কয়েক মাস আগেই সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে পারুলিয়া-সখিপুরের সাপমারা খালের দু’পাশের এসকল অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেয়া সেসব কংক্রিটের অবৈধ স্থাপনা আবারও পুন: নির্মাণে বর্তমানে মেতে উঠেছে দখলদাররা। এসব দখলদারদের অধিকাংশরাই অবৈধ স্থাপনা নির্মাণের জন্য সুকৌশলে ব্যবহার করছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের নামকে। স্থাপনাকারীদের কেউ বলছেন, জেলা আওয়ামী লীগ সভাপতির পারুলিয়াতে বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন, সেজন্য খালপাড়ের জমিতে অফিস বানাচ্ছি। আবার কেউবা পুরো দায়ভার জেলা আওয়ামী লীগ সভাপতির ওপর চাপিয়ে দিয়ে বলছেন, অবৈধ স্থাপনা আমি নই স্বয়ং মুনসুর আহমেদ সাহেব নির্মাণ করছেন, আমরা শুধু নির্মাণ কাজ দেখাশোনা করছি মাত্র। 8,767,040 total views, 7,600 views today |
|
|
|