অক্টোবর ২৭, ২০২০
রতনপুরে চার-দলীয় ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুরের জয়
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের রতনপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত চার-দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রতনপুর ফুটবল মাঠে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে কালিগঞ্জের কাশিবাটি অভি স্যাটেলাইট ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দীন এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, রিফাত হোসেন ও শেখ ইকবাল আলম বাবলু। রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হুসেন। ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ। 8,987,237 total views, 4,410 views today |
|
|
|