অক্টোবর ১২, ২০২০
মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর ও জরুরী বিভাগ চালুর বিষয়ে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইনডোর ও জরুরী বিভাগ চালুর বিষয়ে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা ও স্বাস্থ্য) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, পরিচালক হাসপাতাল ডা. মো. ফরিদ হোসেন মিয়া, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, বিএমএ এর সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. মনোয়াার হোসেন, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. সৈয়দা রোকসানা পারভীন, ডা. সঞ্জয় সরকার, ডা. আজম, ডা. কামরুজ্জামান, ডা. রুহুল কুদ্দুস, ডা. রাশেদ প্রমুখ। এসময় অনান্য চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ও মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার পাশাপাশি নন-কোভিড চিকিৎসা চালু এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও যন্ত্রপাতি অনতিবিলম্বে সরবরাহের মাধ্যমে উক্ত হাসপাতলে ইনডোর বিভাগ ও জরুরী বিভাগ চালু করার বিষযয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 8,433,215 total views, 6,629 views today |
|
|
|