অক্টোবর ১৭, ২০২০
বেতনা-মরিচ্চাপ নদী খনন প্রকল্পে টিআরএম প্রকল্প বাতিল ঘোষণা!
সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি : বেতনা ও মরিচ্চাপ নদীর ভরাট রোধ ও জলাবদ্ধতায় জন-দুর্ভোগ কমাতে সরকার ৪ বছর মেয়াদী ৪শ’ ৭৫ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকার নদী খনন প্রকল্প গ্রহণ করেছে। সরকারের নেয়া সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮, ৬-৮ (সম্প্রসারণ)-এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে তালাসহ সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা ও আশাশুনি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু নদী খনন প্রকল্প থেকে টিআরএম প্রস্তাবনা বাতিল করায় প্রকল্প থেকে সরকারের প্রত্যাশা অর্জন এবং নদীর ভবিষ্যৎ নিয়ে নদী ও পানি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। 8,609,868 total views, 1,525 views today |
|
|
|