অক্টোবর ১৪, ২০২০
দেবহাটায় গ্রিল কেটে চুরি
কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলা সদরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্টের বাড়িতে গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। গত কয়েকদিন আগে উপজেলা সদরের কয়েকটি স্থানে চুরি সংঘটিত হওয়ার পরে আবারো বুধবার রাতে চুরি সংঘটিত হওয়ায় উপজেলাব্যাপী সাধারণ মানুষের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। তবে বুধবার সকালে গ্রিল কেটে চুরি হওয়া বাড়ি পরিদর্শন করেছেন দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি শেখ ইয়াছিন আলী। এ সময় তার সাথে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে উপজেলা সদরের কয়েকটি দোকান, একজন সাংবাদিকের বাড়ি, পঙ্কজ দত্তের দোকান, ব্যবসায়ী ঝন্টু দের বাড়িতে সহ কয়েকটি স্থানে সংঘবদ্ধ চোরেরা চুরি সংঘটিত করে। গতকাল ১৪ই অক্টোবর রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রেজাউল ইসলামের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত করে। এসময় চোরেরা বাড়ির সকলকে চেতনা নাশক ঔষধ দিয়ে সমস্ত অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। বাড়ির গৃহকর্ত্রী জানান, তাদের ঘরের দামি জিনিসপত্র তেমন কিছু না নিলেও চোরেরা সমস্ত অলংকার ও নগদ টাকা নিয়ে গেছে। দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, ঘটনা শোনামাত্র এএসপি সার্কেলের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ দ্রæত ব্যবস্থা গ্রহণে কাজ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,951,469 total views, 7,219 views today |
|
|
|