অক্টোবর ১০, ২০২০
কুলিয়া ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কাদের মহিউদ্দীন: গতকাল কুলিয়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে কুলিয়া পল্লিমঙ্গল সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত খেলায় একদিকে অংশ গ্রহন করেন শাঁখরা ফুটবল একাদশ অপর দিকে জোর প্রতিদন্ধিতা করেন কুলিয়া পল্লিমঙ্গল ফুটবল একাদশ। খেলায় মশিউর রহমান বাপ্পি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়াা বাজার কমিটির সভাপতি মজনুর রহমান, আরো উপস্থিত ছিলেন যুবলীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, ইউ,পি সদস্য আমিরুল ইসলাম, শাহিনুর ইসলাম, আবির হোসেন লিয়ন, রবিউল ইসলাম প্রমুখ। খেলায় শাঁখরা ফুটবল একাদশ ও কুলিয়া পল্লিমঙ্গল ফুটবল খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিত হলে ট্রাইবেকারে খেলার ফলাফর নিদ্ধারিত হয়।। খেলায় ট্রাইবেকারে কুলিয়া পল্লিমঙ্গল সংর্ঘ ৫-৩ গোলে শাঁখরা ফুটবল একাদশকে পরাজিত করে। রেফারীর দায়িত্ব পালন করেন ফারুক হোসেন, সহকারী রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন আজাফুর রহমান, সাজিদুল ইসলাম, রফিকুল ইসলাম খান। সেরা প্লেয়ার নির্বাচিত হন কুলিয়া পল্লিমঙ্গল সংঘের আইয়ুব হোসেন, । হাজার হাজার ফুটবল প্রেমী জমজমাট ফাইনাল খেলাটি উপভোগ করেন। 8,952,647 total views, 8,397 views today |
|
|
|