অক্টোবর ২৮, ২০২০
কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার ইকবাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশাস্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন প্রমুখ। সভায় উপজেলার সকল উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, এনজিও সভা, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 8,412,961 total views, 1,114 views today |
|
|
|