অক্টোবর ২৭, ২০২০
কাঁকশিয়ালী নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
শেখ শাওন আহমেদ সোহাগ : কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩ টার দিকে কাঁকশিয়ালী নদীতে এই নৌকা বাইচ দেখতে ঢল নামে হাজার হাজার মানুষের। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর যুব মিলনী সংঘের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে ১৫ জন মাঝির নেতৃত্বে ১৫ টি নৌকা অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্ব›িদ্বতার মধ্যেই কামদেবপুরের মোশারাফ হোসেন কেনা মাঝির নৌকা চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে একই এলাকার সিরাজুল ইসলাম মাঝি ও জামাল হোসেন। শ্রেষ্ঠ মাঝি নির্বাচিত হয়েছেন ডালিম হোসেন। নৌকা বাইচ শুরুর আগেই দুপুর ২ টার দিকে কাঁকশিয়ালী দু’পাড়ে হাজারও মানুষ ভিড় করে। জায়গা সংকুলান না হওয়ায় প্রচুর পরিমাণ ইঞ্জিন-চালিত ট্রলার, বড় বড় নৌকা নদীতে নামিয়ে মানুষ এ নৌকা বাইচ উপভোগ করেন। কামদেবপুর যুব মিলনী সংঘের সভাপতি জয়দেব দাস ও সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর-মোহাম্মদ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল প্রমুখ। 8,412,740 total views, 893 views today |
|
|
|