অক্টোবর ২৩, ২০২০
কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ লেনদেনের ভিডিও ধারণ করায় ক্ষেপেছেন অফিসের দলিল লেখকরা। তারা গত দুই দিন ধরে স্থানীয় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসছে। মিথ্যা মালায় হয়রানি করারও চক্রান্ত করছে তারা। জানা গেছে, দীর্ঘ দিন ধরে অনুগত দালালের দৌরাত্ম্যে, জমির শ্রেণি পরিবর্তনের নামে রাজস্ব ফাঁকি আসছে কলারোয়া রেজিস্ট্রি অফিস। সাব-রেজিস্ট্রার সাহিদুর রহমানের বদলি অর্ডার হওয়ার কারণে বৃহস্পতিবার তাঁর শেষ অফিসজনিত কারণে রেজিস্ট্রেশনের নামে অবৈধভাবে বিভিন্ন ফি আদায়সহ অজ অভিযোগের সূত্র ধরে গত বৃহস্পতিবার সরেজমিনে যেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় প্রকাশ্য টাকা লেনদেনের ছবি ভিডিও ধারণ করা হয়। অবৈধ টাকা লেনদেনের বিষয়ে সাব-রেজিস্ট্রার সাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি খাস কামরায় যেয়ে কথা বলবেন বলে আমাদেরকে বাহিরে অপেক্ষা করতে বলেন। এ সময় সাংবাদিকদেরকে বসিয়ে রেখে তিনি দলিল রেজিস্ট্রি না করে সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। তথ্য সংগ্রহের সময় স্থানীয় দালাল চক্রের তোপের মুখে পড়েন সংবাদ কর্মীরা। এ সময় কলারোয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিকদেরকে উদ্ধার করে নিয়ে আসে। 8,622,402 total views, 1,954 views today |
|
|
|