নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নাগরিক সমাজ গঠনকল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আশাশুনি বাজারস্থ মৎস্য সমিতি লিমিটেড এর কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম। মহিলা কলেজের প্রদর্শক ইয়াহিয়া ইকবালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি জি,আল আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ, প্রভাষক মিজানুর ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ডা. আশুতোষ রায়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, মৎস্যজীবী সমিতির সেক্রেটারি নাসির উদ্দীন প্রমুখ।