অক্টোবর ২৯, ২০২০
আশাশুনিতে ৫শ’ আসনের অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিবাসীর দীর্ঘদিনের স্বপ্নের অডিটোরিয়াম স্থাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. অ ফ ম রুহুল হক এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা ভিত্তিক শিল্প ও সংস্কৃতি চর্চার লক্ষে আশাশুনিতে ৫শ’ আসন বিশিষ্ট দ্বি-তল ভবনের (অডিটোরিয়াম) ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ সানা, ঠিকাদার কামরুল ইসলাম। আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে পাঁচ শত আসনের বিলাসবহুল অত্যাধুনিক দ্বি-তল অডিটোরিয়াম ভবনটি নির্মাণ শেষ হলে গ্রামবাংলার শিল্প, শিক্ষা, সংস্কৃতি চর্চার দ্বার খুলে যাবে বলে মনে করছেন সুধী মহল। সাথে সাথে আশাশুনি উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আনন্দঘন পরিবেশে বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠিত হতে পারবে। 9,010,562 total views, 7,785 views today |
|
|
|