সেপ্টেম্বর ১, ২০২০
সরকার প্রতিটি বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা খুব সহজেই অতীত ভুলে যাই। ১৯৭১ সালে এই ভোমরায় প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয় আমার নেতৃত্বে। এই ভোমরা’র অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিটি বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। সেজন্য শিক্ষার্থীদেরকেও সুন্দর করে দেশের সু-নাগরিক হিসাবে গড়ে তোলা শিক্ষকদের দায়িত্ব। যুব সমাজকে মাদকের ছোবল থেকে দুরে রাখতে হবে। কারণ মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।’ নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) আওতায় বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (২০০০ স্কুল) ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,954,619 total views, 10,369 views today |
|
|
|