সেপ্টেম্বর ৯, ২০২০
কুলিয়ায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : সামাজিক দূরত্ব বজায় রেখে দেবহাটা উপজেলার কুলিয়ায় ‘পেন্নিঅ্যাপেল’এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ৪৪জন দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুলিয়া কার্যালয়ে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: আ: কাদেরের সঞ্চালনায় ও (সিডিসি) মো: হান্নানের সভাপতিত্বে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে চাউল ৩০ কেজি, মুসুরের ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১লিটার, কলা ২কেজি এবং ৩০টি মুরগির ডিম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। এ সময় ঢাকা আহছানিয়া মিশনের কুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: শাহিন, সিডিপি কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারণ সম্পাদক হোসেন আলী ও ডা: মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়রে ১শ’ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। 8,954,086 total views, 9,836 views today |
|
|
|