সেপ্টেম্বর ১৭, ২০২০
কুলিয়া ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কুলিয়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে কুলিয়া পল্লিমঙ্গল সংঘ এ খেলার আয়োজন করে। খেলায় একদিকে অংশ গ্রহণ করেন শাঁখরা ফুটবল একাদশ অপর দিকে জোর প্রতিদ্ব›িদ্বতা করেন আলিপুর ফুটবল একাদশ। খেলায় প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া বাজার কমিটির সেক্রেটারি ও ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীন। আরো উপস্থিত ছিলেন কুলিয়া বাজার কমিটির সভাপতি মজনু রহমান, মশিউর রহমান বাপ্পি, মামুন হোসেন, ইউছুব প্রমুখ। খেলায় শাঁখরা ফুটবল একাদশ আলিপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আজাফুর রহমান, মহসিন আলী, সবুজ হোসেন। সেরা প্লেয়ার নির্বাচিত হন শাঁখরা ফুটবল একাদশের শিমুল। বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক জোর প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ১ম সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন। 8,948,274 total views, 4,024 views today |
|
|
|