সেপ্টেম্বর ১৪, ২০২০
প্রাণ সায়র পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান
মাজহারুল ইসলাম : সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ সায়র খালের নাব্যতা ফিরিয়ে এনে জলাবদ্ধতা মুক্তকরাসহ একটি পরিকল্পিত উন্নত জেলাশহর উপহার দিতে প্রাণ সায়র খাল পাড়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ ভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এদিন শহরের পাকাপোল মোড় থেকে শুরু করে প্রায় পোস্ট অফিসের মোড় পর্যন্ত প্রাণ সায়র খাল পাড়ের অবৈধ স্থাপনা ভাঙা হয়। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাতক্ষীরাতে যোগদানের পরেই প্রাণ সায়ের খালের করুণ চিত্র তার চোখে পড়ে। সাতক্ষীরার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে তিনি প্রাণ সায়র খালের পাড় পরিদর্শন করেন। খাল পাড়ের অবৈধ দখল নোংরা পরিবেশ দেখে তিনি হতবাক হন। সে সময় থেকেই সাতক্ষীরা শহরকে একটি পরিকল্পিত আধুনিক জেলা শহর হিসেবে গড়ে তোলার জন্য গত ২০১৯ সালের ১ আগষ্ট থেকে শুরু হয় প্রাণ সায়ের খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। এক পর্যায়ে প্রভাবশালীদের বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। সব বাঁধা উপেক্ষা করে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আবারও সেই উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ ও অভিযান পরিচালনা নিয়ে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। চলমান এ অবৈধ স্থাপনা উচ্ছেদে সাতক্ষীরার সাধারণ মানুষ ও সচেতন মহল জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সদর উপজেলার খেজুরডাঙ্গি বেতনা নদী থেকে সাতক্ষীরা শহর হয়ে এল্লারচর মরিচ্চাপ নদী পর্যন্ত প্রাণ সায়রের প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ খালের প্রসস্ততা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন। 8,434,523 total views, 7,937 views today |
|
|
|