সেপ্টেম্বর ১২, ২০২০
পুনরায় শুরু হল প্রাণ সায়র পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান: জনমনে স্বস্তি
মাজহারুল ইসলাম : সাতক্ষীরাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা, শহরের সৌন্দর্য বৃদ্ধি ও প্রাণ সায়র খালের প্রাণ ফিরিয়ে দিতে খাল পাড়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত বছর এ অভিযান শুরু হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে থেমে থাকলেও সাতক্ষীরার উন্নয়নের কথা ভেবে অভিযানে নেমেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এ উচ্ছেদ অভিযান শুরু করে। তবে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি সদর উপজেলার খেজুরডাঙ্গি বেতনা নদী থেকে সাতক্ষীরা শহর হয়ে এল্লারচর মরিচ্চাপ নদী পর্যন্ত প্রাণ সায়রের প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এ খালের প্রসস্ততা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার। যা পূর্বে ম্যাপ অনুযায়ী প্রায় ২শ’ ফুটের বেশি চওড়া ছিল। সম্প্রতি ভারী বর্ষণের ফলে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শহর জুড়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার পর খাল খননে জেলা প্রশাসনের এ উদ্যোগ শহরবাসীর মনে স্বস্তির আশ্বাস দেখা দিয়েছে। শহরের স্থানীয় বাসিন্দারা জানায়, অবিভক্ত বাংলায় সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় শিক্ষার প্রসার ঘটাতে পি এন হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে যাতায়াত ব্যবস্থার উন্নয়কল্পে প্রাণ সায়র খাল খনন করা হয়। খেজুরডাঙ্গি বেতনা নদী থেকে শহরের মধ্যে প্রবাহিত এল্লারচরের মরিচ্চাপ নদী পর্যন্ত প্রায় ২শ’ ফুটের বেশি প্রস্বস্তের ১৩ কিলোমিটারে এ খালে দেশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় বাণিজ্যিক জাহাজ, কার্গো ও নৌকা এসে ভিড়ত। পরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর অবৈধ দখলদারিত্বের দৌরাত্ম্য সাতক্ষীরার প্রাণ সায়র খাল একটি মরা খালে পরিণত হতে থাকে। বন্ধ হয়ে যায় খালের স্বাভাবিক জোয়ার-ভাটা। প্রাণ সায়র খালের জোয়ার-ভাটা বন্ধ হওয়ার ফলে শুরু হয় জলাবদ্ধতা আর শহরবাসীর বর্ষাকালের দুর্ভোগ যার প্রভাব পড়তে শুরু করে জেলাব্যাপী। তবে সাতক্ষীরার প্রাণ সায়র খাল আবারো পূর্বের ম্যাপ অনুযায়ী আগের অবস্থায় ফিরিয়ে এনে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন শহরবাসী। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘প্রাণ সায়র খাল সম্পূর্ণরূপে অবৈধ দখলদারমুক্ত না হওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও আধুনিক শহর গড়ার লক্ষেই আমরা কাজ করছি। আশা করছি শহরবাসী সাতক্ষীরার উন্নয়নে আমাদের এ কাজে সার্বিক সহযোগিতা করবেন’। 8,954,687 total views, 10,437 views today |
|
|
|