সেপ্টেম্বর ১৯, ২০২০
পারুলিয়ায় যানজট নিরসনে চৌকিদার
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার একটি ব্যাস্ততম বাজার। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সমাগম হয়ে থাকে। বিশেষ করে পারুলিয়া বাজারের উপর দিয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা-সড়ক। অপরদিকে আশাশুনি থেকে পারুলিয়া বাজার ও বাজারে প্রবেশ করার সড়ক হওয়ায় এই চৌরাস্তার মুখে সার্বক্ষণিক যানজট লেগে থাকে ও ছোট খাট দুর্ঘটনাও ঘটে থাকে। এছাড়াও এখানে ইজিবাইক, মহেন্দ্র, ব্যাটারি চালিত ভ্যান যাত্রী উঠা নামা করায় সব সময় ভিড় পরিলক্ষিত হয়। বাজারে প্রবেশ মুখে এই জ্যাম থাকায় বাজারগামী লোকজন সবসময় বিপাকে পড়েন। এলাকার মানুষের অনুরোধে গতকাল পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌকাদার মোতায়েন করে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরই সাথে সর্বমহল দাবি জানান এই চৌরাস্তায় যাতে কোন বাহন যাত্রী উঠানামা করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখা এবং স্থায়ীভাবে একজন চৌকিদার বা ট্রাফিক এখানে রাখলে যানজট এড়ানো সম্ভব বলে এলাকার সচেতন মহল মনে করেন। এ ব্যাপারে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও চেয়ারম্যান সাইফুল ইসলাম ‘দৈনিক সুপ্রভাত’ সাতক্ষীরা প্রতিনিধিকে বলেন, আসলে পারুলিয়া চৌরাস্তার মুখটি ব্যস্ততম সড়ক, এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে, এজন্য এখানে একজন স্থায়ীভাবে চৌকিদার বা লোক নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে । ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে দ্রæত একটা ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে কাজ চলছে। এসময় পারুলিয়া বাজার কমিটির সেক্রেটারি কাদের মহিউদ্দীন, দফাদার নুরুল ইসলাম, আজমল হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,962,933 total views, 18,683 views today |
|
|
|