সেপ্টেম্বর ১৭, ২০২০
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলে যুক্ত হচ্ছে একের পর এক স্পোর্টিং ক্লাব
নিজস্ব প্রতিবেদক: এ যেন জড়তা কাটিয়ে জোয়ারে ফেরা। একের পর এক ক্লাবগুলো একাত্বতা ঘোষণা করছে জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলে। গণসংযোগকালে জেলার বেশিরভাগ ক্লাব ধারাবহিকভাবে জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে সমর্থন জানিয়ে আসছে। আগের দিনের মাতো গত কাল বৃহস্পতিবারও গণসংযোগ করেন জেলা ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা। এসময় নতুন করে আরও ৫টি ক্লাবের সম্মানিত কর্মকর্তারা সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে গঠিত জেলা ক্লাব ঐক্য পারিষদের প্যানেলে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। জয়ের লক্ষ্য নিয়ে গতকাল জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে নতুন করে যোগ হওয়া স্বনামধন্য ক্লাবগুলোর হলো জোড়দিয়া স্পোর্টি ক্লাব, গাভা ক্রীড়া সংস্থা, দহাকুলা মিতালী সংঘ, সুলতানপুর আজাদী সংঘ ও সুলতানপুর ক্লাব। আসন্ন নির্বাচন ঘিরে ভোটাররাও করছেন চুল চেরা বিশ্লেষন। গতকাল গণ-সংযোগকালে জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা ব্যাঙদহ বাজারে পৌঁছালে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। সাজেক্রীস-এর নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই যেন মাঠের বাইরের ক্রীড়া ভক্তদেরও। এসময় সেখানে জোড়দিয়া ক্লাব কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় উপস্থিত হন ক্রীড়া ভক্তসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এক পর্যায়ে সেখানে সৃষ্টি হয় জনসভার মতো জনসমাবেশ। প্রার্থীরা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিন গড়ানোর সাথে সাথে পাল্লাও ভারী হচ্ছে জেলা ক্লাব ঐক্য পরিষদের। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে গতকাল দিনভর চলে এ গণ-সংযোগসহ ভোট কার্যক্রম। গণ সংযোগকালে ক্লাব প্রাঙ্গন গুলো হয়ে ওঠে উৎসব মুখর। এসময় প্রার্থীরা ভোটার, কর্মী সমর্থক শুভানুধ্যায়ী ও বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন। 8,953,999 total views, 9,749 views today |
|
|
|