ডেস্ক রিপোর্ট : জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জেলার বিভিন্ন এলাকার নদী ও খালে নেট-পাটা অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলায় মোট ৯৪ টি নেট-পাটা অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, নদ-নদী, খাল-বিল হতে নেট-পাটা অপসারণের কাজ চলমান থাকবে। এছাড়া নদ, নদী, খালে নেট-পাটা স্থাপনে নিষেধাজ্ঞাসহ কেউ এ ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে। এদিন ২টি দোকানে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।