সেপ্টেম্বর ২২, ২০২০
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সকল জনগোষ্ঠীর কথা ভাবেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বেশি ভাবেন। অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আজ শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হচ্ছে’। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে বরাদ্দকৃত ৩০টি বাইসাইকেল ও ৬৮ জন শিক্ষার্থীকে ২ হাজার ২শ’ টাকা করে শিক্ষা বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান। 8,953,242 total views, 8,992 views today |
|
|
|