সেপ্টেম্বর ১৭, ২০২০
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আটককৃত প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অভিযানে আটককৃত প্রায় ২ কোটি টাকা মূল্যের মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নে এ মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠনের আায়োজন করা হয়। উল্লেখ্য, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা থেকে গত ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ১৭ হাজার ৩শ’ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩শ’ ৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ শ’ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬শ’ ৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬শ’ ৩৮ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ও ২০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি-সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৫৮ হাজার ৮শ’ টাকা। এসব আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য আজ বৃহস্পতিবার ধ্বংস করা হয়েছে। এ সময় বিজিবি খুলনা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আরশাদুজ্জামান খান (পিবিজিএম), সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম মহিউদ্দির খন্দকার (পিবিজিএম, পিএসসি,জি), ৩৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহম্মেদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তুহিন খান, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, দৈনিক নওয়াপাড়ার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, মো. ফারুক হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক মো. তাজুল ইসলাম সহ সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 8,958,392 total views, 14,142 views today |
|
|
|