সেপ্টেম্বর ২৮, ২০২০
দেবহাটা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে মরহুমা নুর জাহানের কুলখানী
কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলার পারুলিয়া আহছানিয়া মিশনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের সহধর্মিণীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ সভাপতি ও পারুলিয়া আহছানিয়া মিশনের সভাপতি মুনসুর আহমেদ। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, মিশনের সহ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আওয়ারা, পারুলিয়া মিশনের সেক্রেটারি জামান বিশ্বাস, সদস্য মোসলেহউদ্দীন মুকুল, গোলাম ফারুক বাবু, রজব আলী মোল্ল্যা, আনিছুর রাহমান, বাসারাত হোসেন, আরশাদ মোল্লা, জিয়াদ মেম্বার, নাজমুল হোসেন, সাফায়েত হোসেন বাচ্চু, অধ্যক্ষ আব্দুল কালাম, ইদ্রিস হোসনেসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে মুনসুর আহমেদের সহধর্মিণী নুর-জাহানের কর্মময় জীবনের দিকগুলি তুলে ধরা হয় এবং এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মুফতি কামরুজ্জামান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের তাবারকের ব্যবস্থা কর হয়। 8,953,630 total views, 9,380 views today |
|
|
|