সেপ্টেম্বর ১০, ২০২০
দেবহাটায় পুলিশের অভিযানে ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
কাদের মহিউদ্দীন : দেবহাটা থানা পুলিশের অভিযানে ১০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিলগুলো রেখে পালিয়ে যায়। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১০/০৯/২০২০ তারিখ এসআই (নি.) মিজানুর রহমান সঙ্গীয় এএসআই (নি.) রশিদুল ইসলাম, এএসআই (নি.) সোহেল উদ্দীন, এএসআই (নি.) সুজিত বিশ্বাসসহ ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন মোক্তার সরদার (৬৫), পিতা-মৃত বাহার আলী সরদার, সাং+থানা-দেবহাটা এর বাড়ির পিছনে জনৈক রফিকুল ইসলাম খোকন (৪৮) পিতা-মৃত জোহর আলীর মাছের ঘেরের পশ্চিম পাড়ে বেগুন ক্ষেতের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আইনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান। 8,956,746 total views, 12,496 views today |
|
|
|