সেপ্টেম্বর ১৫, ২০২০
চীনে কাঁকড়া রপ্তানির দাবিতে দেবহাটায় কাঁকড়া ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : দেবহাটার সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে চীনে কাঁকড়া রপ্তানির সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সাতক্ষীরা- কালিগঞ্জ প্রধান সড়কে সখিপুরস্থ সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলায় মাছ, কাঁকড়া ও কুচে বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু করোনা সংক্রমিত হওয়া ও প্রশাসনিক জটিলতার কারণে ৩ মাসের অধিক সময় ধরে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় এলাকার উৎপাদিত কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা চরম বিপাকে। বিশেষ করে চায়নায় কাঁকড়া রপ্তানি বন্ধ থাকার কারণে প্রায় লক্ষাধিক কাঁকড়া চাষি ও ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। তাই যাতে অতি শীঘ্রই চায়নায় কাঁকড়া রপ্তানি হয় তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও সমাবেশে সহমত পোষণ করে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রায়হান তিতু, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি পরিতোষ কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক বাসুদেব মন্ডল, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, সদস্য গনেশ দাশ, সদস্য আনারুল ইসলাম, সদস্য জিয়াউর রহমান প্রমুখ। মানববন্ধনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কাঁকড়া ব্যবসায়ী ও চাষিরা অংশগ্রহণ করেন। 8,951,111 total views, 6,861 views today |
|
|
|