কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি হতে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার কার্পেট উঠে বড় বড় খানা খন্দে পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, ‘রাস্তাটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রাস্তা দিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, বাঁশদহা, কুশাখালী ইউনিয়নের লোকজন সহ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিয়মিত যাতায়াত করে। কিন্তু রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’। সড়কটি দ্রæত সংস্কার করে চলাচলের উপযোগী করার পাশাপাশি জনসাধারণের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী এলাকাবাসী।