আগস্ট ৩০, ২০২০
সিবি হাসপাতালে স্বল্প খরচে চামড়া প্রতিস্থাপন করে পুনরায় সুস্থ জীবনে আলীপুরের সাইফুল
নিজস্ব প্রতিনিধি : জেলার আধুনিক ও উন্নতমানের একমাত্র হাসপাতাল সাতক্ষীরা সিবি হাসপাতালে স্বল্প খরচে (স্কিন গ্রাফটিন) চামড়া প্রতিস্থাপন করে পুনরায় সুস্থ্য জীবন-যাপন করছেন সাইফুল ইসলাম নামের এক যুবক। তিনি সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া এলাকার মো. শহিদুল্লাহ’র ছেলে। সম্প্রতি তিনি ঢাকাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মক আহত হন। এরপর তিনি ঢাকাসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে না পেরে অবশেষে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাইফুল ইসলাম জানান, ‘তিনি ঢাকা টঙ্গীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। গত জুলাই মাসের ২৫ তারিখে ঢাকার গাজীপুর কোনাবাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়। এতে তার হাতের কব্জির কাছাকাছি অনেক বড় ক্ষত হয়। ঢাকাসহ বিভিন্ন হাসপাতালের ডাক্তার অপারগতা প্রকাশ করলে আমার এক আত্মীয়ের পরামর্শে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি হই। হাসপাতালের ডা. মো. মাহমুদুল হাসান পলাশ আমাকে আশ^স্ত করেন। গত ১৬ আগস্ট সিবি হাসপাতালে আমার হাতের অপারেশন করে চামড়া প্রতিস্থাপন করা হয়’। সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসা ব্যায়ের বিষয়ে রোগী সাইফুল ইসলাম জানান, ‘যে অপারেশন ঢাকার একটি নরমাল হাসপাতালে করতে আমার ৯০ হাজার টাকার মত খরচ দেখানো হয়েছিল সেই অপারেশন সাতক্ষীরার সিবি হাসপাতালে মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি’। এ বিষয়ে (কোমর, ঘাড় ও হাঁটু ব্যথা, মেরুদন্ডের সমস্যা, হাঁড় ভাঙা, স্পাইন, নার্ভ ও শিরা রোগ বিশেষজ্ঞ) সাতক্ষীরা সিবি হাসপাতালের ডা. মো. মাহমুদুল হাসান পলাশ জানান, ‘স্কিন গ্রাফটিন বা চামড়া প্রতিস্থাপন সাতক্ষীরায় প্রথম নয়। তবে এই রোগীর ক্ষেত্রে তার স্কিন গ্রাফটিনটা ছিল অনেক বড়। উরু থেকে চামড়া প্রতিস্থাপন করে হাতে স্থাপন করা হয়েছে। তবে সাইফুল ইসলামের হাতের ক্ষতটা যেহেতু বেশি ছিল সেহেতু কাজটি ঝুকিরও ছিল। কেননা ঠিকঠাকভাবে চামড়া প্রতিস্থাপন না করা হলে রোগীর “Marjolin’s Cancer” (যাকে বলা হয় এক প্রকার স্কিন ক্যান্সার) হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। স্কিন ক্যান্সারের ফলে রোগীর ক্ষত স্থান থেকে পঁচতে শুরু হলে একপর্যায়ে আক্রান্ত রোগী মারাও যায়। এজন্য সাইফুল ইসলাম যখন সব জায়গায় সেবা থেকে বঞ্ছিত হয়ে সিবি হাসপাতালে আসে তখন আমি তাকে সর্বাত্মক উন্নত সেবা দেওয়ার চেষ্ঠা করেছি এবং আমি সবসময় চেষ্টা করি রোগীদের শতভাগ নিখুত ও মানসম্পন্ন সেবা দেওয়ার’। 8,953,045 total views, 8,795 views today |
|
|
|