আগস্ট ১৯, ২০২০
সাতক্ষীরায় মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসীর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যাকারী সরদার মশিয়ার রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে গ্রামবাসী। বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন হাজার হাজার সাধারণ মানুষ। এই পরিবারের বাবা ও ভাইয়েরা কেউ জামায়াত নেতা, কেউ জাতীয় পার্টি নেতা আবার কেউ আওয়ামী লীগ নেতা সেজে বসে আছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছে। ক্ষমতা পেয়ে সাধারণ জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন বার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের উপরও চলে এই বাহিনীর আক্রমণ। তালা সদরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের উপরও ইতিপূর্বে দফায় দফায় হামলা চালিয়েছে সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনী। তালার কিসমতঘোনা এলাকার কেষ্ট ঋষিকেও মারপিট করেছে। সরদার জাকির ইতিপূর্বে তালা থানার একজন এসআইকেও মারপিট করে। পুলিশের পক্ষ থেকেও এ ঘটনায় মামলা হয়। 8,610,987 total views, 2,644 views today |
|
|
|