আগস্ট ৮, ২০২০
পারুলিয়ায় শোক দিবসের প্রস্তুতি ও বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: পারুলিয়ায় ১৫ আগষ্ট জাতীর জনকের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উক্ত প্রস্তুতি সভা ও বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষক লীগের সদস্য সচিব আব্দুল্যাহ হীম, উপজেলা ওলামালীগের সাবেক সভাপতি শফিকুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনসহ মুলদল ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 8,952,211 total views, 7,961 views today |
|
|
|