আগস্ট ১২, ২০২০
দেবহাটার নোড়ারচকে প্রতিপক্ষের হামলায় ভূমিহীন দম্পত্তি জখমের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভূমিহীন অধ্যুষিত জনপদ দেবহাটা উপজেলার নোড়ারচকে প্রতিপক্ষদের পূর্ব পরিকল্পিত হামলায় সঞ্জয় মন্ডল (৩৮) ও মিনতি মন্ডল (৩৩) নামের এক ভূমিহীন দম্পত্তি গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে সঞ্জয় মন্ডল বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অদ্যাবধি তার স্ত্রী মিনতি মন্ডলের জ্ঞান না ফেরায় ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ভূমিহীন জনপদ নোড়ারচক মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যাওয়ার সময় পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে প্রতিপক্ষরা তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ আহতের পরিবারের। 8,956,331 total views, 12,081 views today |
|
|
|