আগস্ট ২৪, ২০২০
দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গনির কবর জিয়ারত করলেন এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবি। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দেবহাটা উপজেলার চাদপুর গ্রামে মরহুম আব্দুল গনির বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনির কবর জিয়ারত করেন। এ সময় এমপি রবি মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় এমপি রবি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, ‘আলহাজ্ব আব্দুল গনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। প্রয়াত আব্দুল গনি আমার একজন প্রিয় ও কাছের মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। যেদিন আব্দুল গনি মারা যান সেদিন আমি করোনা আক্রাšত্ম হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। তাই আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন’। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও মরহুমের ছেলে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সাত্তার মনিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 8,952,208 total views, 7,958 views today |
|
|
|