আগস্ট ২১, ২০২০
রিং বাঁধ মেরামতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মো¯ত্মফা কামাল আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের ক্ষতিগ্র¯ত্ম রিং বাঁধ ও শ্রীউলা ইউনিয়নের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার (২১ আগস্ট) বিকালে তিনি ক্ষতিগ্র¯ত্ম এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘রিং বাঁধ গুলি মেরামত করতে কোথায় কি লাগবে আপনাদের চেয়ারম্যানের মাধ্যমে আমাকে জানালে সরকারের পক্ষ থেকে আমরা জনভোগাšিত্ম লাঘবে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। সাগরে নিন্মচাপের প্রভাবে টানা বর্ষণ, অমাবস্যা গোন ও পূবালী ঝড়ো বাতাসের ফলে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এর ফলে আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের রিং বাঁধ, শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন রিং বাঁধ ও প্রতাপনগরের সকল রিং বাঁধ ও বেড়ি বাঁধ ব্যাপক ক্ষতিগ্র¯ত্ম হয়ে পড়েছে। নিন্মচাপের কারণে টানা বর্ষণে মাটির বাঁধগুলো ভেঙে ও ধসে যাচ্ছে। দয়ারঘাট, হাজরাখালী ও প্রতাপনগরের বাঁধগুলি টেঁকসই করে নির্মাণ করার দায়িত্ব পেয়েছেন আমাদের সেনাবাহিনীর সদস্যরা। তবে শীত মৌসুমে ছাড়া বাঁধগুলি মেরামত সম্ভব নয় বিধায় আর দুই মাস আমাদের এসব রিং বাঁধগুলি টিকিয়ে রাখতে হবে। আমি পানি উন্নয়ন বোর্ড, এণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কথা বলেছি। সেনাবাহিনীসহ কন্ট্রাক্টরের কাজ শুরু না করা পর্যšত্ম বাঁধগুলি মেরামত করতে আমরা সকল প্রকার সহযোগিতা করে যাব। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর ইউপি চেয়ারম্যানকে দয়ারঘাট রিং বাঁধটি যেকোনো মূল্যে টিকিয়ে রাখার নির্দেশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
8,954,152 total views, 9,902 views today |
|
|
|