আগস্ট ২৭, ২০২০
বিচ্ছিন্ন হতে পারে দুই পারের সংযোগ সাঁপমারা খালের স্রোতে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়া ব্রিজ
দেবহাটা প্রতিনিধি : বহুল পরিচিত সাঁপমারা খালের স্রোতে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার সংযোগ ব্রিজটি। কয়েক দিনের টানা বর্ষণ ও খালের প্রবল স্রোতে বিচ্ছিন্ন হতে পারে দুই পারের সংযোগ। বিঘ্নিত হতেপারে পথচারী ও মালবাহী বিভিন্ন পরিবহণের যোগাযোগ ব্যবস্থা। হুমকিতে অনেক মানুষ। কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। সরজমিনে যেয়ে দেখা যায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিয়া ও সখিপুর সিমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত বাজার ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপজেলার জনবহুল এই ব্রিজের একপ্রান্তে উপজেলার সর্ববৃহৎ সখিপুর বাজার আর অপর প্রান্তে পারুলিয়া মৎস্য শেড। যে বাজার থেকে প্রতিদিন হাজার হাজার খুচরা ক্রেতার পাশাপাশি শত শত পাইকারী ক্রেতা-বিক্রেতা মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য আসে এবং তা বিভিন্ন বাজারে বিক্রয় করে। এসব মালামালের অধিকাংশই আশে এই ব্রিজ দিয়ে। অপরদিকে পারুলিয়া মৎস্য শেডটিতেও এলাকার জোয়ারের বিল ও পাতনার বিলের বিভিন্ন ঘের ব্যবসায়ী মাছ বিক্রয় করতে আসে এই ব্রিজের উপর দিয়ে। সবমিলিয়ে এই ব্রিজটি দুই ইউনিয়নের মানুষের মিলনের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়ে আছে। আর এই ব্রিজটি জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসেছে। যার ফলে এই এলাকার মানুষ এখন হুমকিতে। উল্লেখ্য, গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পুনর্জীবিত করা হয়েছিল খালটি। এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোতে। এ খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রিজ কমবেশি হুমকির মুখে। এ সব ব্রিজগুলো পুনরায় নির্মাণ করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। তাই সখিপুর বাজার ব্রিজসহ অন্যান্য ব্রিজগুলোর সংস্কারের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সচেতন মহল। 8,953,765 total views, 9,515 views today |
|
|
|