আগস্ট ৩১, ২০২০
দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের (পাইলট হাইস্কুল) সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং বর্তমান প্রধান শিক্ষক মদন মোহন পালের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ, অর্থ আত্মসাতসহ সীমাহীন দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দেবহাটা সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিদ্যালয় অভিমুখ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি দেবহাটা উপজেলা মোড় প্রদক্ষিণ শেষে ফিরে পাইলট হাইস্কুল ও দেবহাটা থানার পাশে মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে অভিযুক্ত প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সাবেক সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কার্যালয়ে গণস্বাক্ষরকৃত স্মারকলিপি প্রদান করেন। 8,958,894 total views, 14,644 views today |
|
|
|