নিজস্ব প্রতিনিধি : দেবহাটার টাউন শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীনকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনসহ সর্ব¯ত্মরের মানুষের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের রোগে ভুগছিলেন। সম্প্রতি উচ্চ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা শেখ সদর উদ্দীন টাউন শ্রীপুরের মৃত মৌলভী এনতাজ আলীর ছেলে। দাফনের আগ মুহ‚র্তে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদানকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।