নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় সামাজিক শান্তি প্রতিষ্ঠা এবং মহামারি করোনা ভাইরাস বিষয়ে সামাজিক ও ধর্মীয় বিরুপ দৃষ্টিভঙ্গি দূরীকরণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দেবহাটা এরিয়া প্রোগ্রামের দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়নের ১০ জন ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপস্থিত ৬ জন ইমাম ও ৪ জন পুরোহিত যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মহামারি কালীন সময়ে কর্তৃক সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য করণীয় বিষয়াদি সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন এবং পাশাপাশি বর্তমানে সমাজে প্রচলিত করোনা বিষয়ক সামাজিক ও ধর্মীয় বিরুপ দৃষ্টিভঙ্গি দূরীকরণে তাদের মতামত তুলে ধরেন। উক্ত সংলাপ অনুষ্ঠানে দেবহাটা এরিয়া প্রোগ্রামের ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল এবং সুশীলনের প্রোজেক্ট অফিসার রাসেল আহমেদ উপস্থিত থেকে সংলাপ অনুষ্ঠান পরিচালনা করেন।