আগস্ট ২৪, ২০২০
দেবহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আর্থিক সহায়তা
কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে আকস্মিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পঙ্কজ দত্তকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত ৮ আগস্ট রাত ৩ টার দিকে দেবহাটা উপজেলার সদরের পঙ্কজ দত্তের মুদিখানার দোকানটি আকস্মিক অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয় পঙ্কজ দত্তের। রাত ৩ টার দিকে তার দোকানে আকস্মিক অগ্নিকান্ড দেখেন দোকানের পাশে বসবাসকারীরা। এসময় তারা চিৎকার দিলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও তারা আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে সরকারের জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে দ্রæত কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন। ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সব পুড়ে শেষ। উপার্জনের একমাত্র মাধ্যমে দোকানটি পুড়ে যাওয়ায় পথে বসে পঙ্কজ দত্তের পরিবারটি। এই ঘটনার পর সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন বলে সে সময় জানান। তারই প্রতিশ্রæতির ফলস্বরুপ সোমবার পঙ্কজ দত্তের পরিবারটিকে অফিসে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। 8,956,836 total views, 12,586 views today |
|
|
|