আগস্ট ২৮, ২০২০
অচিরেই বিকল্প রিং বাঁধ দিয়ে জনভোগান্তি কমানো হবে-আশাশুনিতে বিভাগীয় কমিশনার
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা-প্রতাপনগরের ভাঙন এলাকা পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘দেশের বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। আপনাদের এ কষ্ট দীর্ঘস্থায়ী হবে না, এ প্রতিশ্রæতিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সেনাবাহিনীর টেঁকসই বাঁধ নির্মাণ করতে গেলে অনুকুল পরিবেশ প্রয়োজন। ততদিন ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্যে বিকল্প বাঁধ নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে’। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি গ্রামের ভেঙে যাওয়া বেড়ি-বাঁধ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। 8,953,889 total views, 9,639 views today |
|
|
|