আগস্ট ১৫, ২০২০
শোক, শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় জাতির পিতাকে স্মরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শোক, শ্রদ্ধা ও ভালবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০। এ উপলক্ষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে যায় শহরের খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদি। শনিবার সকাল ৮টায় একে একে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পরে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, জেলা কারাগার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সদর হাসপাতাল, টিটিসি, সিআইডি, পাসপোর্ট অফিসসহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এদিকে, ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া জেলাব্যাপী কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। 8,470,845 total views, 2,461 views today |
|
|
|