আগস্ট ২৬, ২০২০
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরী প্রতিবন্ধী হেল্প ডেস্ক চালু
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত তথ্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে বে-সরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগিতায় নারী কণ্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে এ ডেস্ক উদ্বোধন করা হয়। নারী কন্ঠ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডেস্ক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। বক্তব্য রাখেন ডিআরআরএ’র ও কিশোরী প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মেহেদী কায়সার, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে কিশোরী প্রোজেক্টর উপজেলা সুপারভাইজার নজিফা খাতুন, প্রাইড প্রকল্পের কো-অর্ডিনেটর মুজিবর রহমান, হিসাবরক্ষক শিমুল গাঈন, ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, ডিপিও সদস্য রেশমা খাতুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এই তথ্য সহায়তা কেন্দ্র থেকে কিশোরী প্রতিবন্ধীরা বিভিন্ন তথ্য সেবা নিতে পারবে। তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে ডেস্কে জানাতে পারবে। প্রতি মঙ্গলবার ডেস্ক থেকে সেবা নেওয়া যাবে। 8,951,442 total views, 7,192 views today |
|
|
|