কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলায় নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টায় উপজেলা হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে অর্থ প্রদান করেন। শিক্ষদের জনপ্রতি পাঁচ হাজার টাকা এবং কর্মচারীদের দুই হাজার পাঁচ শত টাকা সহ মোট চার লক্ষ বায়ান্ন হাজার টাকা ১০২ জনকে প্রদান করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্শ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট। তবে এই প্রণোদনা পেয়ে শিক্ষক কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।