আগস্ট ১৮, ২০২০
দেবহাটায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র অংশ দেবহাটা উপজেলায় স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী নারীদের মাঝে ভোগ্যপণ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচি টি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে, সিটি ব্যাংক, এন.এ আর্থিক সহায়তায় ও ইউএনডিপি ব্যাংকক রিজিওনাল হাব’র সহযোগিতায় এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন বাস্তবায়ন সহযোগী হিসাবে কাজ করছে। জেলার ৫টি উপজেলার ৫২টি ইউনিয়নে ৩৭৯৬টি পরিবারের মধ্যে (১৮ আগস্ট) এই কর্মসূচির আওতায় স্বপ্ন প্রকল্পের কালিগঞ্জে উপজেলার ১২টি ইউনিয়নের ৮৭৬টি পরিবার এবং দেবহাটার ৫টি ইউনিয়নের ৩৬৫টি পরিবারে এ সহায়তা প্রদান করা হয়। এছাড়া জেলার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ৮৭৬টি পরিবার, আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের ৮০৩টি পরিবার, তালা উপজেলার ১২টি ইউনিয়নের ৮৭৬টি পরিবারে পর্যায়ক্রমে এসব সহায়তা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়ন থেকে ৭৩টি পরিবার এ সুযোগের আওতায় প্যাকেজে ১২ কেজি চাল, আটা ৬ কেজি, ডাল ৩ কেজি, সয়াবিন তেল ২লিটার, চিনি ১ কেজি, সুজি ৫০০ গ্রাম, চিঁড়া ১ কেজি, সাবান ৬ পিচ, হ্যান্ড স্যানিটাইজার ১ পিচ, মাক্স ৭ পিচ সহায়তা পাবে। দেবহাটা উপজেলার কুলিয়ায় ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউপি সচিব খালিদ হাসান, ইউপি সদস্য বিকাশ মন্ডল, শ্যামলী রানী, ফতেমা খাতুন প্রমুখ। পারুলিয়ায় বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, ফারুক হোসেন, সাহেব আলী প্রমুখ। সখিপুরে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নির্মল কুমার, আলফাতুন নেছা, আরতী রানী প্রমুখ। নওয়াপাড়ায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাশেম, নুরুজ্জামান সরদার, আকবর আলী, ফতেমা খাতুন প্রমুখ। দেবহাটা সদরে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, ইউপি সচিব মহসিন হালদার, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আফজাল হোসেন, ইউপি সদস্য মোক্তার আলী, আজগর আলী, শাহনাজ পারভীন প্রমুখ। এছাড়া কর্মসূচি বাস্তবায়নে তদারকি ও সার্বিক সহযোগিতায় ছিলেন সুশীলনের প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক মিলন ও রবীন্দ্র নাথ বিশ্বাস, সেন্টার ম্যানেজার হিরেন্দ্র নাথ তরফদার, সুপারভাইজার আব্দুল হালিম, সহকারী হিসাবরক্ষক মনতোষ হালদার, ফিল্ড ফ্যাসিলিটেটর শহিদুল ইসলাম, দিবাকর ঘোষ, ইউনিয়ন ওয়ার্কার মহিবুল্লাহ সহ আরো অনেকে। 8,959,875 total views, 15,625 views today |
|
|
|