আগস্ট ১৮, ২০২০
আপনজন থাকতেও সেদিন হাসপাতালের একাকিত্ব আমাকে কাঁদিয়েছিল-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রæত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দুটি বিআইপিএপি মেশিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় টাউন স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য টাউন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শোকের মাসে ১৫ই আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবার, ২১ আগস্টে শহীদ ও জাতীয় চার নেতাসহ করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা পজিটিভ হওয়ায় আপনজন থাকতেও সেদিন স্কয়ার হাসপাতালে একাকিত্ব আমাকে কাঁদিয়েছিল। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনা কি জিনিস একমাত্র যার হয়েছে সেই বুঝেছে। আমার করোনা পজিটিভ হওয়ায় আমি সাতক্ষীরা থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে পৌঁছালে আমার সন্তান আমার কাছে আসতে চাইলে আমি তাকে নিষেধ করি। ডাক্তাররা যখন পরীক্ষার জন্য স্যাম্পল নিচ্ছিল এবং যখন আমাকে হাসপাতাল বেডে নিয়ে যাচ্ছিল তখন আমার দুই চোখ দিয়ে অশ্রæ ঝরছিল। কারণ তখন আপনজন থাকতেও পাশে নেই। এই একাকিত্ব আমাকে কাঁদিয়েছিল। মহান আল্লাহ যেন কাউকে এই করোনা নামক অদৃশ্য ব্যাধি না দেয়। তাই সকলের কাছে আমার নিবেদন করোনা প্রতিরোধে সবাই সজাগ ও সতর্ক থেকে স্বাস্থ্য বিধি মেনে চলি। টাউন স্পোর্টিং ক্লাবকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানায় তারা করোনা রোগীদের জীবন বাঁচাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই অক্সিজেন মেশিন দেওয়ার জন্য।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র তত্ত¡াবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের উন্নত চিকিৎসা ও দ্রæত আরোগ্য লাভের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নিকট ৪ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে ১টি হাই-ফ্লো নাজেল ক্যানোলা এবং দু’টি বিআইপিএপি মেশিন অতিথিদের মাধ্যমে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ হস্তান্তর করে। এ সময় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, পৌর কাউন্সিলার সৈয়দ মাহমুদ পাপা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, কবিরুজ্জামান রুবেল, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। এসময় সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক সরোজ কুমার দে। 8,470,888 total views, 2,504 views today |
|
|
|