জুলাই ৭, ২০২০
চিংড়ীতে পুশ নিয়ে সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশ : পারুলিয়ায় মৎস্য আড়তে অভিযান পুশ সরঞ্জামসহ চিংড়ি উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : করোনার মধ্যেও থেমে নেই পারুলিয়ায় চিংড়িতে পুশ শিরোনামে ৭ জুলাই মঙ্গলবার “দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা” পত্রিকায় সংবাদ প্রকাশের পর মাঠে নামে প্রশাসন। মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার প্রাণ কেন্দ্র পারুলিয়া মৎস্য ডিপোতে অভিযান পরিচালনা করে পুশ সরঞ্জাম ও পুশকৃত চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে উক্ত পুশকৃত মাছ বিনষ্ট করার পাশাপাশি এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। 8,951,494 total views, 7,244 views today |
|
|
|